দূর থেকে প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিতে গ্রামীণফোন নিয়ে এলো অনন্য সেবা- স্মার্ট লোড। যেকোন অবস্থাতেই কাছের মানুষ যেন কাছে থাকতে পারে, তাই গ্রামীণফোন নিয়ে এসেছে স্মার্ট লোড (Smart Load) সেবা। এই সেবায়, এখন থেকে আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনার প্রিয়জনের প্রিপেইড মোবাইলে যেকোন পরিমাণ টাকা রিচার্জ করে দিতে পারবেন যেকোন সময়, খুব সহজে!
পদ্ধতি :
- স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে প্রিয়জনের প্রিপেইড মোবাইলে রিচার্জ করে দিন এভাবে: *555* স্ক্র্যাচ কার্ডের PIN নম্বর*যাকে পাঠাবেন তার মোবাইল নম্বর# ডায়াল করুন।
- এরপর আপনার মোবাইলে একটি USSD নোটিফিকেশন আসবে, যাতে রিচার্জ বিষয়ে আপনি নিশ্চিত হবেন।
- যিনি ব্যালেন্স পাবেন, তার মোবাইলে কোন নোটিফিকেশন আসবে না।
- যদি প্রেরণকারী কোন পিন পুনরায় ব্যবহারের চেষ্টা করেন তাহলে তিনি একটি নোটিফিকেশন পাবেন যাতে লেখা থাকবে “Sorry this scratch card already has been used”
শর্তাবলী:
- যার মোবাইলে রিচার্জ করা হবে, ব্যালেন্সের মেয়াদও তার মোবাইলেই প্রযোজ্য হবে
- স্ক্র্যাচ কার্ডের মেয়াদ অনুযায়ী ব্যালেন্সের মেয়াদ প্রযোজ্য হবে
- এই সেবার জন্য কোন আলাদা চার্জ প্রযোজ্য নয়
- এই সেবা শুধু প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য