স্টার সম্পর্কে

গ্রামীণফোনের স্টার গ্রাহক প্রোগ্রামে আপনাকে স্বাগতম

অফুরন্ত সুযোগ-সুবিধা আর অগ্রাধিকার ভিত্তিক সেবার এক ভূবনে আপনাকে স্বাগতম। একজন হাই-ভ্যালু কাস্টমার হিসেবে আপনিই গ্রামীণফোন স্টার প্রোগ্রামের মধ্যমণি। গ্রামীণফোনের যেকোন গ্রাহক নির্দিষ্ট ইউসেজ-এর উপর ভিত্তি করে একজন স্টার কাস্টমার হতে পারেন। এ প্রোগ্রাম এরই মধ্যে শুধুমাত্র স্টার কাস্টমারদের জন্য অগণিত সুযোগ-সুবিধা নিয়ে এসেছে যা সম্মানিত কাস্টমারদের আশা-আকাঙ্খা পূরণে সফল হয়েছে।

স্টার স্ট্যাটাস জানতে:

আপনি একজন স্টার কাস্টমার কি না, তা একাধিক উপায়ে জেনে নিতে পারেন:

  • আপনার মোবাইল থেকে ডায়াল করুন *৭#
  • মোবাইলের মেসেজ অপশনে STAR লিখে পাঠিয়ে দিন ২৯০০০ নম্বরে (ফ্রি)
  • আপনার মোবাইলে MyGP App টি ইনস্টল করে নিন (ডাউনলোড লিংক পেতে মেসেজ অপশনে MyGP লিখে পাঠিয়ে দিন ২৯০০০ নম্বরে, অথবা ভিজিট করুন এখানে

grameenphone