জিজ্ঞাসিত প্রশ্নাবলী

শেয়ার পরিচালনা

আমি কিভাবে গ্রামীণফোন শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারি?

আপনি ঢাকা বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লাইসেন্সকৃত শেয়ার ব্রোকার বা অনুমোদিত পোর্টফোলিও ম্যানেজারদের মাধ্যমে গ্রামীণফোন শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারেন। শেয়ার লেনদেনের জন্য সেই পোর্টফোলিও ম্যানেজার বা শেয়ার ব্রোকারের সাথে আপনার বিও অ্যাকাউন্ট থাকতে হবে।

আমি কিভাবে আমার গ্রামীণফোন শেয়ারের মোট অর্থমূল্য জানতে পারি?

শেয়ারের বর্তমান মূল্যের সাথে আপনার ক্রয় করা শেয়ারের সংখ্যা গুণ করলেই আপনি জানতে পারবেন আপনার শেয়ারের মোট অর্থমূল্য। শেয়ারের পেইজে যান।

আমার কতগুলো গ্রামীণফোন শেয়ার আছে তা আমি কিভাবে জানবো?

যে পোর্টফোলিও ম্যানেজার বা শেয়ার ব্রোকারের মাধ্যমে আপনি শেয়ারগুলো কিনেছেন, তার সাথে এ ব্যাপারে যোগাযোগ করুন।

আমি কিভাবে আমার ডিভিডেন্ড পেমেন্ট সম্পর্কিত ব্যাংকের বিবরণ পরিবর্তন করতে পারি?

আপনি ব্যাংকের বিবরণ পরিবর্তনের জন্য আপনার পোর্টফোলিও ম্যানেজার বা শেয়ার ব্রোকারের সাথে যোগাযোগ করতে পারেন।

একজন শেয়ারহোল্ডারের মৃত্যু হলে আমি কি করতে পারি?

যত তাড়াতাড়ি সম্ভব গ্রামীণফোন শেয়ার অফিসের সাথে যোগাযোগ করে মৃত প্রার্থীর কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন তা জানান।

আমি আমার বিও অ্যাকাউন্ট নম্বর জানি না। কিভাবে পেতে পারি?

আপনার বিও অ্যাকাউন্ট নম্বর জানার জন্য আপনি যেই পোর্টফোলিও ম্যানেজার বা শেয়ার ব্রোকারের মাধ্যমে আপনার বিও অ্যাকাউন্ট খুলেছিলেন, তার সাথে যোগাযোগ করুন।

ডিভিডেন্ড তথ্যাদি

ডিভিডেন্ড কখন প্রকাশিত হয়?

অডিটকৃত ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যবেক্ষণের পর বোর্ড অফ ডিরেক্টররা প্রস্তাবিত ডিভিডেন্ড সম্পর্কে সিদ্ধান্ত নেন। ডিভিডেন্ডের পরিমাণ বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের মতামতে নির্ধারিত হয়।

প্রতি বছর কখন ডিভিডেন্ড দেয়া হয়?

ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভার ৩০ দিনের মধ্যে দেয়া হয়। আপনার যদি রেকর্ড ডেটে শেয়ার থাকে তাহলে আপনি ডিভিডেন্ড পাবেন। যদি রেকর্ড ডেটের আগে আপনি আপনার শেয়ার বিক্রি করে দেন তাহলে আপনি ডিভিডেন্ড পাবেন না।

ডিভিডেন্ড কিভাবে দেয়া হয় এবং কিভাবে এর ওপর কর আরোপিত হয়?

গ্রামীণফোন শেয়ারের ডিভিডেন্ড বাংলাদেশী টাকায় দেয়া হয়। বাংলাদেশের বর্তমান ট্যাক্স আইনানুযায়ী ডিভিডেন্ড থেকে ট্যাক্সের পরিমাণ কেটে নেয়া হয়।

আমি কোথায় পূর্ববর্তী বছরগুলোর ডিভিডেন্ড পেমেন্ট সম্পর্কে জানতে পারবো?

আপনি পূর্ববর্তী ও ভবিষ্যত ডিভিডেন্ড পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ডিভিডেন্ড পেইজে যেতে পারেন।

আমি কি গ্রামীণফোনের আরো শেয়ার কেনার জন্য আমার ডিভিডেন্ডের টাকা আবারো বিনিয়োগ করতে পারি?

গ্রামীণফোনে পূনরায় বিনিয়োগের কোন ব্যবস্থা নেই। শেয়ার কেনার জন্য আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজার বা শেয়ার ব্রোকারের সাথে যোগাযোগ করুন।

গ্রামীণফোনের সাধারণ শেয়ারের রেকর্ড ডেট কবে ঘোষণা করা হয়?

পরবর্তী বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণার সাথে সাথে রেকর্ড ডেট-ও জানিয়ে দেয়া হয়। ডিভিডেন্ড লাভের জন্য রেকর্ড ডেটে আপনার নাম মেম্বার রেজিস্টার বা ডিপোজিটরি রেজিস্টারে থাকতে হবে।

বার্ষিক সাধারণ সভা

বার্ষিক সাধারণ সভা কি?

বার্ষিক সাধারণ সভা সকল শেয়ারহোল্ডারদের নিয়ে বছরে একবার আয়োজিত একটি সাধারণ সভা। সভায় শেয়ারহোল্ডাররা পূববর্তী বছরের অডিটকৃত ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট ও শেয়ারপ্রতি ডিভিডেন্ডের পরিমাণ অনুমোদন করেন এবং অন্যান্য বিষয়ে ভোট প্রদান করেন।

পরবর্তী বার্ষিক সাধারণ সভা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?

বার্ষিক সাধারণ সভা নিয়ে বিস্তারিত তথ্য বার্ষিক সাধারণ সভা পেইজে পাওয়া যাবে।

বার্ষিক সাধারণ সভায় কে অংশগ্রহণ করতে পারে?

বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য অংশগ্রহণকারীকে গ্রামীণফোনের শেয়ারহোল্ডার হতে হবে।

আমি কিভাবে বার্ষিক সাধারণ সভার জন্য রেজিস্টার করতে পারি?

বার্ষিক সাধারণ সভায় যোগদানে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সাধারণ সভার হলের প্রবেশমুখে উপস্থিতি স্লিপ পূরণ করে জমা দিতে হবে। উপস্থিতি স্লিপটি বার্ষিক সাধারণ সভার ১৪ দিন আগে আপনার কাছে পৌঁছে যাবে।

বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত থেকেও আমি কিভাবে আমি ভোট প্রদান করতে পারি?

গ্রামীণফোনের শেয়ারহোল্ডার হিসেবে আপনি একজন প্রক্সি নিয়োগ করতে পারেন যে বার্ষিক সাধারণ সভায় আপনার হয়ে ভোট প্রদান করবেন। প্রক্সি ফর্মটি বার্ষিক সাধারণ সভার ১৪ দিন আগে আপনার রেজিস্টারকৃত ঠিকানায় পৌঁছে যাবে। পূরণকৃত প্রক্সি ফর্মটি বার্ষিক সাধারণ সভার ৭২ ঘন্টা আগে গ্রামীণফোন শেয়ার অফিসে জমা দিতে হবে।

grameenphone