COURTSIDE-GO KART
অফার: কোর্টসাইড-এর সকল অ্যাক্টিভিটি বা রাইডে থাকছে ২০% পর্যন্ত ডিসকাউন্ট। জিপি প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস স্টাররা উপভোগ করবেন ২০% ডিসকাউন্ট এবং জিপি সিলভার ও গোল্ড স্টাররা উপভোগ করবেন ১৫% ডিসকাউন্ট (কোর্টসাইড ও গো কার্ট-এর সকল অ্যাক্টিভিটি বা রাইডে- কিড্স জোন, অ্যাডাল্ট জোন বা উভয়ক্ষেত্রেই)। অফারটি কোর্টসাইড-এর সকল ফ্যাসিলিটি ও রাইডের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
অন্যান্য সুবিধা:
Ad hoc campaigns অ্যাড হক ক্যাম্পেইন (সীমিত সময়ের জন্য)-শুধুমাত্র জিপি স্টারদের জন্য।
- গো কার্ট-এ ৩টি সিংগেল টিকেট ক্রয়ে থাকছে এক্সট্রা ল্যাপ
- কোর্টসাইড-এ ফুটসাল গ্রাউন্ড বুক করলে থাকছে ২০ মিনিট এক্সট্রা প্লে টাইম
জিপি স্টার গ্রাহকদের সন্তানদের জন্য বাম্পার কারে থাকছে এক্সট্রা টাইম (প্রতিবার ক্রয়ে ১ মিনিট এক্সট্রা টাইম)
*জিপি স্টার সাবস্ক্রাইবাররা ক্যাম্পেইন চলাকালীন ভ্যালিড পিরিয়ডে এই ডিসকাউন্ট অফারটি একাধিকবার উপভোগ করতে পারবেন।
অফার পেতে COURTSIDE<স্পেস>মোট বিলের পরিমাণ লিখে পাঠিয়ে দিন 29000 নম্বরে
অথবা টেবিল-টপ/পোস্টার থেকে কিউআর কোড স্ক্যান করুন
মাইজিপি: অফার পেতে স্টার অফার সেকশনে যান
“কোর্টসাইড” থেকে অফার পেতে যা করবেন:
- “কোর্টসাইড”-এ যান
- আপনার প্রয়োজনীয় সার্ভিসটির জন্য অনুরোধ করুন
- ফিরতি ম্যাসেজটি কোর্টসাইড, প্লেগ্রাউন্ড, কিড্স জোন, অ্যাডাল্ট জোন এবং গো কার্ট-এর পেমেন্ট কাউন্টারে দেখান
ঠিকানা: ঢাকা মাদানি এভিনিউ-১০০ ফিট, ইউনাইটেড সিটি, শেফ্স টেবিল কোর্টসাইডের পাশে।
ফেসবুক: https://www.facebook.com/courtsideNow
হটলাইন: +8809612700500
অফারের মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত