জিপি পয়েন্টস

জিপি স্টার গ্রাহকগণ (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়ই) যেকোনো ভয়েস/ডেটা/এস এম এস/ ভ্যালু এডেড সার্ভিস খরচ করে জিপি পয়েন্টস অর্জন করতে পারবেন। জিপি স্টার গ্রাহককে প্রথমে MyGP অ্যাপ থেকে জিপি পয়েন্টস প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে হবে, নিবন্ধিত স্টার গ্রাহকদের ব্যবহারের উপর ভিত্তি করে জিপি পয়েন্টস জমা হবে। 

MyGP অ্যাপ থেকে নির্দিষ্ট অফার প্যাক কেনা যাবে জিপি পয়েন্ট ব্যবহার করে।

  • শুধুমাত্র জিপি স্টার গ্রাহকগণ, (প্রিপেইড এবং পোস্টপেইড উভয়ই) যারা জিপি পয়েন্টস প্রোগ্রামের অন্তর্ভুক্ত, তারা যেকোনো ধরনের ব্যবহারের (যেমন ভয়েস/ডেটা/এস এম এস/ ভ্যালু এডেড সার্ভিস) উপর ভিত্তি করে জিপি পয়েন্টস অর্জন করতে পারবেন।
  • স্টার স্ট্যাটাসের উপর ভিত্তি করে জিপি পয়েন্টস অর্জিত হবে।
  • আপনার জিপি পয়েন্ট এর রেজিস্ট্রেশন বহাল রাখতে ৯০দিনে অন্তত একবার মাইজিপি ভিজিট করুন
  • জিপি পল্লীফোন এবং জিপি পাবলিক ফোন এর ব্যবহারে জিপি পয়েন্টস এর অর্জন প্রযোজ্য হবে না।
  • জিপি পয়েন্টস ব্যালেন্স দেখতে ও জিপি পয়েন্ট উপহার দিতে MyGP অ্যাপ ডাউনলোড করুন।
  • মাইজিপি থেকে জিপি পয়েন্টস প্রোগ্রামে নিবন্ধনের পর থেকে স্টার গ্রাহকের জিপি পয়েন্টস উপার্জনের জন্য বিবেচিত হবে।
  • গ্রাহক পয়েন্টের মেয়াদ সর্বনিম্ন প্রতি ১৮০ দিন থেকে সর্বোচ্চ ৩৬০ দিনের মধ্যে শেষ হবে। জিপি পয়েন্টস ব্যবহার করতে গ্রাহককে মাইজিপিএ যেতে হবে এবং রিডেম্পশন প্যাক কিনতে হবে
  • জিপি পয়েন্ট মেয়াদ এর সময়সীমা :
    * যদি একজন গ্রাহক জানুয়ারি থেকে জুন এর মধ্যে পয়েন্ট অর্জন করেন; সেইক্ষেত্রে গ্রাহকের অর্জিত পয়েন্ট ৩১শে  ডিসেম্বর শেষে মেয়াদোত্তীর্ণ হবে
    * যদি একজন গ্রাহক জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে পয়েন্ট অর্জন করেন; সেইক্ষেত্রে গ্রাহকের অর্জিত পয়েন্ট পরের বছরের ৩০শে জুনের শেষে মেয়াদোত্তীর্ণ হবে
  • জিপি পয়েন্টস নিবন্ধিত স্টার গ্রাহককে জিপি পয়েন্টস উপহার দেয়া যাবে। গিফটেড পয়েন্টের বৈধতা, প্রেরকের পয়েন্টস বৈধতার উপর নির্ভর করবে। প্রাপকের বাকি পয়েন্টস এর বৈধতা এতে প্রভাবিত হবে না।
  • ফ্লেক্সিপ্ল্যান প্যাক উপহার দেওয়ার ক্ষেত্রে, উপহারদাতা জিপি পয়েন্ট পাবেন এবং প্রাপক প্যাকটি পাবেন।
  • ফ্লেক্সিপ্লান প্যাক কেনার ক্ষেত্রে নিম্নোক্ত ম্যাট্রিক্স অনুযায়ী পয়েন্টস অর্জিত হবে, ফ্লেক্সিপ্লান পেজ এ প্রদর্শিত পয়েন্টস অর্জিত হবেনা।
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে, MyGP স্টার ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে অন্যান্য MyGP অব্যবহারকারী জিপি স্টার গ্রাহকগণকে MyGP রেফার করে জিপি পয়েন্টস অর্জন করতে পারেন।
  • জিপি পয়েন্টস ব্যবহার করে রিচার্জ, বিল পেমেন্ট, স্টার স্ট্যাটাস পরিবর্তন বা আপগ্রেডেশন সম্ভব হবে না।
  • প্রিপেইড গ্রাহক রোমিং ব্যবহার বা কোনো রোমিং প্যাক কেনার বিপরীতে জিপি পয়েন্টস পাবেন না।
সিরিয়াল নম্বর স্টার স্ট্যাটাস ১০টাকা ব্যবহারের বিপরীতে অর্জিত জিপি পয়েন্ট
সিলভার স্টার ১ পয়েন্ট
গোল্ড স্টার ৩ পয়েন্ট
প্লাটিনাম এবং সিগনেচার স্টার ৬ পয়েন্ট

 

grameenphone