[ঢাকা, ১৮ডিসেম্বর, ২০২৩] সম্প্রতি প্রতিষ্ঠানের এর নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অটো মাগনে রিসব্যাক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে মো. আরিফ উদ্দীনকে নিয়োগের ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। অটো মাগনে রিসব্যাক ও মো. আরিফ উদ্দীন গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত সিএফও, তার দায়িত্ব পালন শুরু করবেন আগামী ১৫ জানুয়ারি থেকে এবং সিআরও গত ০১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন সিএফও ও সিআরওকে অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনেরচিফএক্সিকিউটিভঅফিসারইয়াসিরআজমান বলেন, “অটো ও আরিফকে আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। অটো বৈশ্বিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ, তিনি এর আগে টেলিনরের অন্যান্য বিজনেস ইউনিটে সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিপি ম্যানেজমেন্ট টিমের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। সুস্পষ্ট গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে গ্রামীণফোন প্রযুক্তি ও ডিজিটাল-নির্ভর প্রতিষ্ঠান হওয়ার দিকে যাত্রা শুরু করেছে। আমার বিশ্বাস, এক্ষেত্রে, প্রবৃদ্ধি অর্জন ও কার্যকরীভাবে কার্যক্রম পরিচালনা, উভয় ক্ষেত্রেই শক্তিশালী পারফরমেন্স বজায় রাখতে ভূমিকা রাখবে অটোর সুদক্ষ নেতৃত্ব। অন্যদিকে, আরিফ গ্রামীণফোনে থেকেই নেতৃত্বদানের গুণে নিজেকে বিকশিত করেছেন। তার বিস্তৃত ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে গ্রামীণফোনের ফাইন্যান্স বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। বিরোধ নিষ্পত্তি ও ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে তার উদ্ভাবনী ও অনন্য কৌশল প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে উল্লেখযোগ্য ও কার্যকর মাত্রা সংযোজন করেছে।”
গ্রামীণফোনে যোগদান প্রসঙ্গে অটোমাগনেরিসব্যাক বলেন, “শুধুমাত্র বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সিএফও হিসেবে যোগদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পুরো গ্রামীণফোন টিমের সাথে একযোগে কাজ করার মাধ্যমে সামগ্রিকভাবে গ্রামীণফোনের গ্রাহক ও অংশীদারদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রকে বিস্তৃত করতে পারবো বলে প্রত্যাশা করছি আমি।”
নবগঠিত রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন সক্রিয়ভাবে পরিবর্তনশীল কাঠামোয় ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনায় কাজ করবে। এর মূল লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের (সাসটেইনিবিলিটি) সুরক্ষা প্রদান এবং ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা। স্থিতিশীল অবস্থান বজায় রাখার পাশাপাশি সঠিকভাবে প্রস্তুত থাকার প্রতিশ্রুতির মাধ্যমে, রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন নিশ্চিত করবে প্রতিষ্ঠান যেনো কার্যকর উপায়ে সব ঝুঁকি হ্রাস করতে পারে যা এর কার্যক্রম ও কৌশলগত লক্ষ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব নেয়া প্রসঙ্গে মো. আরিফ উদ্দীন বলেন, “গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি একইসাথে সম্মানিত ও রোমাঞ্চিত। ক্রমশ পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন এ দায়িত্ব প্রতিষ্ঠানের কার্যক্রম ও কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বের ওপর আলোকপাত করে। আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য উদ্ভাবনী এবং কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা ও কৌশল গ্রহণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে আশাবাদী। পাশাপাশি, আমি গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ও স্থিতিশীল অবস্থা অর্জনে ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী।”
আর্থিক বিচক্ষণতা, কার্যকরী উপায়ে রিসোর্স বরাদ্দ করা এবং কৌশলগত উপায়ে আর্থিক পরিকল্পনা নিশ্চিত করার মাধ্যমে নতুন সিএফও প্রতিষ্ঠানের টেলকো-টেক রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একইসাথে, গ্রামীণফোনের সিআরও তার বিস্তৃত অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ ও অনিশ্চয়তা মোকাবিলার ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করবেন।
অটোমাগনেরিসব্যাকএরপ্রোফাইল
প্রতিষ্ঠানে নেতৃত্বদানের ক্ষেত্রে ৩৫ বছরের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে অটো মাগনে রিসব্যাকের। আর্থিক ক্ষেত্রে সুদক্ষ নেতা হিসেবে টেলিযোগাযোগ খাতে ১৬ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি, তিনি মালয়েশিয়ার ডিজি টেলিকমিউনিকেশনস এবং টেলিনর ডেনমার্কে সিএফও পদে দায়িত্ব পালন করেছেন। এবং তিনি নরওয়ের টেলিনর গ্রুপে হেড অব গ্রুপ এমঅ্যান্ডএ হিসেবে দায়িত্বরত ছিলেন। টেলিনরে যোগদানের পূর্বে অটো নর্স্ক হাইড্রো, রিটার অটোমোটিভ এবং শ্লামবার্জার লিমিটেডের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আর্থিক বিভাগে নেতৃত্বশীল অবস্থানে ছিলেন। সিএফও হিসেবে অত্যাধুনিক বিভিন্ন শিল্পখাত ও শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে অটোর। পাশাপাশি, তার ১০টি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা তাকে বিভিন্ন বৈশ্বিক বাজার সম্পর্কে সমৃদ্ধ করেছে ও বিভিন্ন আলাদা সংস্কৃতির সাথে মানিয়ে নেয়ার দক্ষতাকে সমৃদ্ধ করেছে।
পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশে গতিশীল কর্মীদল তৈরি করা, কর্মীদের বিকাশে ভূমিকা রাখা এবং সুশাসনের অনুশীলনী মেনে চলার ক্ষেত্রে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। নরওয়ের নাগরিক অটো সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি দো ফ্রিবুর্গ থেকে ব্যবসায় প্রসাশন ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষা সম্পন্ন করেন।
মো. আরিফউদ্দীনএরপ্রোফাইল
নেতৃত্বদানের ক্ষেত্রে মো. আরিফ উদ্দীনের ১৬ বছরেরও বেশি বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। ২০০২ সালে গ্রামীণফোনে যোগদানের পর, তিনি গ্রামীণফোনের আর্থিক বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজে করেছেন এবং দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার কাজের অভিজ্ঞতার মধ্যে রয়েছে নরওয়ের অসলোতে টেলিনর প্রধান কার্যালয়ে কাজ করা। আরিফ তার কর্মজীবনে, নিজের দায়িত্বের বাইরে গিয়েও উল্লেখযোগ্য বিভিন্ন ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে তার অর্জনের মধ্যে রয়েছে শক্তিশালী বিজনেস পারফরমেন্স ম্যানেজমেন্ট ফাংশন প্রতিষ্ঠা করা, আর্থিক বিভাগে নেতৃত্বদানে সক্ষম মানবসম্পদ তৈরি করা এবং আর্থিক কার্যক্রমের আধুনিকীকরণ। আইনসম্মত ও বন্ধুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে বিরোধ মীমাংসা এবং ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলকে নতুন মাত্রা দানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছেন মো. আরিফ। তিনি যুক্তিরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টস এবং অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্টেন্টসের একজন সনদপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্টেন্ট ও ফেলো মেম্বার।