মিসড কল অ্যালার্ট

আপনি যদি ফোন সুইচ অফ থাকায় বা ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় কোন ফোনকল মিস করে থাকেন, তাহলে মিসড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য।

সাবস্ক্রিপশনের নিয়ম:

এসএমএস-এর মাধ্যমে সাবস্ক্রাইব করার জন্য START (space) MCA লিখে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে অথবা ডায়াল করুন *121*6*3*1# আর নির্দেশনা অনুসরণ করুন।
এসএমএস-এর মাধ্যমে আনসাবস্ক্রাইব করার জন্য STOP (space) MCA লিখে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে অথবা ডায়াল করুন *121*6*3*2# আর নির্দেশনা অনুসরণ করুন।

ট্যারিফ:

  • এই সার্ভিসটি গ্রামীণফোনের সব গ্রাহক উপভোগ করতে পারেন
  • মাসিক ফি ১০ টাকা (+ ১৫% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট + মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য (বিজনেস সলিউশনস পোস্টপেইড ব্যতিত))
  • সকল পোস্টপেইড গ্রাহকগণ বিনামূল্যে সেবাটি উপভোগ করতে পারবেন।
  • সাবস্ক্রাইব/আনসাবস্ক্রাইব করার ক্ষেত্রে এসএমএস চার্জ ফ্রি

grameenphone