লাইফস্টাইল বেনিফিটস

আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা উপভোগ করুন প্রাইম হয়ে। লাইফস্টাইল বেনিফিট এবং প্রিভিলেজের সাথে সবচেয়ে প্রিমিয়াম লাইফস্টাইলে উপভোগ করুন এক্সট্রা স্পেশাল একটা ফিলিং। বেনেফিটগুলোর জন্য রেজিস্টার করতে MyGP ভিজিট করুন।

লাইফস্টাইল বেনিফিট্স

  • বিভিন্ন ক্যাটাগরির আকর্ষণীয় সুবিধা পেতে লাইফস্টাইল বেনিফিট্স-এ রেজিস্ট্রেশন করুন
  • রেজিস্ট্রেশনের প্রথম দিন থেকেই ডাইনিং, হসপিটালিটি, ই-কমার্স, অটোমোবাইল্স, আইওটি সল্যুশন, হেলথ এন্ড ট্রাভেল-এ উপভোগ করুন এক্সটা বেনিফিটস
  • প্রতি ৩ মাসে, নতুন নতুন সব অফার পাবেন এবং মনে রাখবেন, পুরনো অফারের মেয়াদ শেষ হবে

প্রাইম এর সঙ্গে থাকুন এবং উপভোগ করুন

 
 
 
 
  ১২ মাস পর
 

আরও জানতে

  • রেজিস্ট্রেশনের পর আপনার নির্ধারিত রিলেশনশিপ ম্যানেজার আপনাকে বিস্তারিত জানাবেন।
  • প্রতিটি অফার যেদিন দেওয়া হবে সেদিন থেকে৩ মাস পর্যন্ত প্রযোজ্য থাকবে।
  • বেনেফিটগুলোর জন্য রেজিস্টার করতে MyGP ভিজিট করুন।
  • প্রতি মাসে সর্বনিম্ন ২,০০০ টাকা ব্যবহারকারী গ্রাহকরা বেনিফিটের জন্য নিবন্ধন করতে পারবেন অথবা
    ২০০০ টাকার নিচে ব্যবহারকারী গ্রাহক ১,৯৯৯ টাকা সমমূল্যের বান্ডেল/আনলিমিটেড ইন্টারনেট প্যাক ক্রয় করে বেনিফিটের জন্য নিবন্ধন করতে পারেন
  • পরবর্তী ধাপের সুবিধা উপভোগ করতে গ্রাহককে নিবন্ধন পরবর্তী তিন মাস ন্যূনতম ৬০০০ টাকার ব্যবহার বজায় রাখতে হবে এবং একই নিয়ম পরবর্তী ধাপগুলোর জন্য প্রযোজ্য হবে
  • তিন মাসে কোনো গ্রাহক যদি ৬০০০ টাকা ব্যবহার না করেন সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে

grameenphone