হয়ে যান একজন গ্রামীণফোন সেন্টার ফ্র্যাঞ্চাইজি
হয়ে যান একজন গ্রামীণফোন সেন্টার ফ্র্যাঞ্চাইজি
গ্রামীণফোন কেন্দ্রগুলি সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সফলতার সাথে বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপ এর কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাছে এখনও নিজেদের পরিধি বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে এবং আমরা নতুন অংশীদারদের সন্ধান করছি।
নিচে এদের গুণাবলী তুলে ধরা হলো-
- ফ্র্যাঞ্চাইজি কাঠামোর অধীনে কাজ করার জন্য ইতিবাচক মনোভাব
- রিটেইল এবং ডিস্ট্রিবিউশন এর অভিজ্ঞতা
- রিটেইল শপের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সক্ষমতা
- বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে নিচতলা বা দ্বিতীয় তলায় ১৫০-২০০ স্কয়ার ফিটের একটি দোকান সরবরাহ করার সক্ষমতা
উপরোক্ত, এই বাধ্যতামূলক প্রয়োজনীয়তা ছাড়াও আমরা আমাদের অংশীদারদের মধ্যে নিম্নলিখিত গুণাবলী থাকা আবশ্যক মনে করছি-
- টেলিকম ইন্ড্রাষ্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা
- সেলস/সার্ভিসের একটি অপারেশনাল টিম চালানোর অভিজ্ঞতা
- পছন্দমতো লোকেশনে টেলকো শপ থাকা
আপনি কি উপরের চ্যালেঞ্জগুলো গ্রহণে নিজেকে যোগ্য মনে করেন? যদি তাই হয়, তাহলে দয়া করে info.gpcf@grameenphone.com
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনপত্র
- লোকেশন ম্যাপসহ দোকানের বিবরণ
- চলমান ব্যবসায়ের বৃত্তান্ত
- ট্রেড লাইসেন্স
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- অন্যান্য কাগজপত্র (আবেদন গৃহীত হওয়ার পর)
সরবরাহকারী হয়ে যান
গ্রামীণফোন সাপ্লায়ার অ্যাপ্লিকেশনে আপনাকে স্বাগতম।
আপনি যদি গ্রামীণফোন-এর একজন সাপ্লায়ার হতে চান, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ আমাদেরকে ইমেইলে পাঠান। নতুন সাপ্লায়ারের প্রয়োজনীয়তা সাপেক্ষে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো।
বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, অংশগ্রহণ এবং পুরস্কার সংক্রান্ত সব অধিকার সংরক্ষণ করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। একইসাথে, গ্রামীণফোন-এর নিজস্ব নীতি অনুসারে এই পোর্টালে প্রদানকৃত সব তথ্য ব্যবহার করার এবং সংরক্ষণের সমস্ত অধিকারও সংরক্ষণ করে গ্রামীণফোন। পোর্টালে রেজিস্ট্রেশন কিংবা তথ্যপ্রদান গ্রামীণফোন-এর সাথে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির ব্যবসায়িক সম্পর্কের নিশ্চয়তা প্রদান করে না।
আগ্রহী প্রতিষ্ঠানদের নাম, যোগাযোগের নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ GP-info.sourcing@grameenphone.com-এই ঠিকানায় ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো:
- ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- ট্রেড লাইসেন্স
- জাতীয় পরিচয়পত্র
- ১৩ ডিজিটের বিন নম্বর
- আবেদনকারীর ছবি
- আবেদন জমাদানের ছয় মাস পূর্বের ব্যাংক স্টেটমেন্ট
- প্রয়োজনীয় চুক্তিপত্র (MOA and AOA), কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য
- বার্ষিক রিপোর্ট/ অডিট রিপোর্ট
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
হয়ে যান একজন ডিস্ট্রিবিউটর
গ্রামীণফোন-এর ডিস্ট্রিবিউটরশিপ আবেদনের পোর্টালে আপনাকে স্বাগতম।
আপনি যদি গ্রামীণফোন-এর একজন ব্যবসায়িক পার্টনার হতে চান, অনুগ্রহ করে আপনার ব্যবসায়িক বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র আমাদের ইমেইল করুন। যখনই ডিস্ট্রিবিউটরশিপ নিয়োগের প্রয়োজন হবে তখনি আপনার সাথে যথাযথ পদ্ধতিতে যোগাযোগ করা হবে।
পার্টনার হতে প্রয়োজনীয় গুণাবলি:
- গ্রামীণফোন-এর ব্যবসা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে
- কমপক্ষে ৩ বছরের রিটেইল ও ডিস্ট্রিবিউশনের অভিজ্ঞতা থাকতে হবে
- ভালোভাবে ব্যবসা পরিচালনার জন্য অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে হবে
- সংশ্লিষ্ট মার্কেটের সর্বাধিক কাভারেজ পরিচালনা করার জন্য ইতিবাচক মানসিকতার অধিকারী হতে হবে
- টেলিকম ব্যবসা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে
আপনি যদি নিজেকে গ্রামীণফোন-এর পার্টনার হিসেবে যোগ্য ভেবে থাকেন তবে অনুগ্রহ করে আপনার নাম, ফোন নম্বর এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ইমেইল করুন (distributorship@grameenphone.com)। গ্রামীণফোন তার অভ্যন্তরীণ নীতিমালা অনুসারে ইমেইলে শেয়ার করা তথ্যাদি বিনিময় এবং রক্ষনাবেক্ষণের সমস্ত অধিকার সংরক্ষণ করে থাকে। তবে, ডিস্ট্রিবিউটরশিপের জন্য আবেদন করা বা তথ্য দেওয়া গ্রামীণফোন-এর সাথে কোনো রকম ব্যবসায়িক সম্পর্কের নিশ্চয়তা দেয় না ।
প্রয়োজনীয় কাগজপত্র
- বৈধ ট্রেড লাইসেন্স
- eTIN সার্টিফিকেট
- BIN সার্টিফিকেট
- জাতীয় পরিচয়পত্র
- পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট
- ব্যাংক সলভেনসি
- ব্যাংক স্টেটমেন্ট (গত ৬ মাসের)
আবেদন করার সময় আপনার পছন্দের জেলা এবং অঞ্চলটি উল্লেখ করুন
প্রয়োজনীয় কাগজপত্র
নিবন্ধনের জন্যে যা যা লাগবেঃ
গ্রামীণফোনের অংশীদার হতে চাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিবন্ধন সম্পন্ন করার জন্য নিচের ডকুমেন্টগুলোর স্ক্যান কপি প্রয়োজন।
একজন সাপ্লাইয়ার হতে যা যা প্রয়োজন-
- ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- ট্রেড লাইসেন্স
- জাতীয় পরিচয় পত্র
- TIN সার্টিফিকেট
- আবেদনকারীর ছবি
- হালনাগাদকৃত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- সংগঠনের স্মারকলিপি/চুক্তিনামা (কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য)
- অডিট ব্যালেন্স শিট (প্রযোজ্য হলে)
গ্রামীণফোন ফ্র্যাঞ্চাইজি হতে আপনার যা লাগবে-
- আবেদনপত্র
- লোকেশন ম্যাপসহ দোকানের বিবরণ
- চলমান ব্যবসায়ের বৃত্তান্ত
- ট্রেড লাইসেন্স
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- অন্যান্য কাগজপত্র (আবেদন গৃহীত হওয়ার পর)
একজন ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন-
- ট্রেড লাইসেন্স
- TIN সার্টিফিকেট
- ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- জাতীয় পরিচয়পত্র
- পাসপোর্ট (যদি থাকে)
- বর্তমান ব্যবসায়ের চুক্তিনামার কপি (বাধ্যতামূলক নয়)
- অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি চুক্তিনামা
- সংগঠনের ক্ষেত্রে স্মারকলিপি/ চুক্তিনামা (যদি কোম্পানি হয়ে থাকে)