ট্রাভেলসিয়োর

বিদেশেও নিশ্চিত থাকুন!

আপনার রোমিং – এর যাবতীয় খরচ নিজ আয়ত্তে ও নজরে রাখুন গ্রামীণফোন ট্রাভেলসিয়োর বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে । জিপি ট্রাভেলসিয়োর আপনাকে দিচ্ছে বছর জুড়ে আকর্ষণীয় অফার, তাই ভ্রমন করার পূর্বে দেখে নিন কোনো অফার রয়েছে আপনারই অপেক্ষায়!!

শুধু তাই নয়, জি পি ট্রাভেলসিয়োর আপনাকে দিচ্ছে কার্যকর পর্যবেক্ষণ সুবিধা “রিয়াল টাইম ডাটা মিনিটরিং” করার সুবিধা যার সাহায্যে আপনি আপনার নিজের রোমিং খরচ পর্যবেক্ষণ করতে পারবেন ও নিজের মত করে খরচ করতে পারবেন।

আমাদের অফারগুলো হচ্ছে:

 

রোমিং স্ট্যাটাস চেক

আপনার বর্তমান রোমিং বিলের স্ট্যাটাস, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের স্ট্যাটাস এবং রোমিং চালু / বাতিল করার স্ট্যাটাস দেখতে চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করুন দেশ থেকে অথবা বিদেশ থেকে:


  • ডায়াল করুন *১২১*৬*৬*১# (ফ্রি)
  • আপনাকে এসএমএস–এর মাধ্যমে আপনার কাঙ্খিত তথ্য জানিয়ে দেয়া হবে।
এটা শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

ইউসেজ এলার্ম

ট্রাভেলসিয়োর ইউসেজ এলার্ম থেকে আপনি পাচ্ছেন অটো এসএমএস নোটিফিকেশন ব্যবস্থা যার দ্বারা আপনি যেকোনো সময়ে রোমিং ব্যবহারের তাজা খবর জানে পারবেন, কোনো খরচ ছাড়াই!


  • এই ফিচারটি চালু করতে ডায়াল করুন *১২১*৬*৬*৫*১# (ফ্রি)
  • আপনাকে এসএমএস- এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার পর্যায়ক্রমে রোমিং–এর খরচ, আপনি যেখানেই থাকুন না কেন।
  • এই অফারটি বাতিল করে দিতে ডায়াল করুন *১২১*৬*৬*৫*২# (ফ্রি)।

এ শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

ট্রাভেলসিয়োর ইন্টারনেট

গ্রামীণফোন ট্রাভেলসিয়োর আপনাকে দিচ্ছে এক অতুলনীয় ফিচার যেন আপনি বিল দেখে “চমকে” না যান “অপ্রত্যাশিত ” এবং “অনাকাঙ্খিত” ডাটা রোমিং দেখে । নিশ্চিত মনে, আরাম করে ব্যবহার করুন ফ্রি ডাটা রোমিং সার্ভিস।

ট্রাভেলসিয়োর ইন্টারনেটের সাথে আপনি পাচ্ছেন নিম্নে উল্ল্যেখিত প্রতি মাসের জন্য বরাদ্দ স্থায়ী রোমিং সার্ভিস:

ট্রাভেলসিয়োর ইন্টারনেট লিমিট ইউসেজ নোটিফিকেশন সাময়িক কাট-অফ রিকানেকশন
৫ এম বি (ডিফল্ট) আছে আছে আছে
২০ এম বি আছে আছে আছে
৫০ এম বি আছে আছে আছে
২০০ এম বি আছে আছে আছে
যত খুশি তত (আনলিমিটেড) নাই নাই প্রযোজ্য নয়
  • আপনি যখনই ডাটা ব্যবহার করা শুরু করবেন, তখন থেকে এই অটো নোটিফিকেশন পাওয়া শুরু করবেন। (যত খুশি তত প্যাকেজ ছাড়া)।
  • আপনি *১২১*৬*৬*৩*৬# ডায়াল করে আরো জানতে পারবেন ইন্টারনেট ডাটা কতটুকু ব্যবহার করা হয়েছে আর কতটুকু বাকি।
  • লিমিট শেষ হয়ে গেলে , আপনার রোমিং সার্ভিস সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনাকে জানানো হবে।
  • একই সাথে আপনি জানতে পারবেন, কিভাবে আপনি আবার সার্ভিসটি চালু করতে পারবেন, যদি আপনি চান।
  • ট্রাভেলসিয়োর ইন্টারনেট পরিবর্তন / নতুনভাবে চালু করতে *১২১*৬*৬*৩# ডায়াল করুন
  • সকল গ্রাহকের সর্বনিম্ম ৫ এম বি লিমিট দেয়া হবে ৩০ দিনের জন্য।
  • ট্রাভেলসিয়োর ইন্টারনেট-এর সময়সীমা, এক্টিভেশনের দিন  থেকে ৩০ দিন পর পর  রিফ্রেশ হবে।

 

grameenphone