ভিলেজ ফোন প্রোগ্রাম বা পল্লীফোন দেশের দরিদ্র জনগণকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গ্রামীণফোন-জিটিসি-গ্রামীণ ব্যাংকের একটি মহৎ প্রয়াস। ভিলেজ ফোন প্রোগ্রামের মাধ্যমে ভিলেজ ফোন অপারেটররা, যাদের অধিকাংশই দুঃস্থ নারী ও গ্রামীণ ব্যাংক থেকে কর নিয়েছেন, নিজেদের আয়ের ব্যবস্থা করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। ভিলেজ ফোন কর্মসূচীর মাধ্যমে পল্লী বাংলার দরিদ্র এলাকায় ব্যাপক পরিবর্তন এসেছে। ভিলেজ ফোনের এ কর্মীদের ভিপিও (ভিলেজ ফোন অপারেটর) বলা হয়। এই কর্মসূচীটি ২০০০ সালে ‘‘জিএসএমএ ইন দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড’’, ২০০৩ সালে ‘‘কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড’’ এবং ২০০৫ সালে গেইটওয়ে ফাউন্ডেশনের তরফ থেকে ‘‘পিটার্সবার্গ প্রাইজ’’ লাভ করে। গ্রাহক এবং অপারেটরের ট্যারিফের মাঝের তফাৎটা ভিপিও-রা মুনাফা হিসেবে আয় করে। এই আয়ের মাধ্যমে নিজেদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য চাহিদাও মেটাতে পারে ভিপিও-রা।
বৈশিষ্ট্য
- প্রিপেইড প্রাইস প্ল্যান
- সংযোগ নেয়ার সময় ৩০ দিনের সময়সীমা পর্যন্ত ৫০ টাকা প্রিলোডেড
- যেকোন ফোন (মোবাইল, পিএসটিএন, আইএসডি) থেকে কল আদান-প্রদান
- ইলেকট্রনিক ও স্ক্র্যাচ কার্ডভিত্তিক রিচার্জ
- ভিপি কমিউনিটি প্রাইসিং
- ১০ সেকেন্ড পাল্স
- সকল চার্জে ১০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য
- নতুন সংযোগ মূল্য ২৫০ টাকা
অপ্ট-ইন প্ল্যানের ট্যারিফ
ধরণ |
কল রেট |
---|---|
যেকোনো লোকাল অপারেটর |
২৫ পয়সা/১০ সেকেন্ড |
পাল্স |
১০ সেকেন্ড |
এসএমএস |
প্রতি এসএমএস ৫০ পয়সা এবং ২৫ পয়সা/ বাংলা এসএমএস |
ডিফল্ট প্ল্যানের জন্য ট্যারিফ
ধরণ |
কল রেট |
---|---|
যেকোনো লোকাল অপারেটর |
২১.৬৭ পয়সা/১০ সেকেন্ড |
পাল্স |
১০ সেকেন্ড |
এসএমএস |
প্রতি এসএমএস ৫০ পয়সা এবং ২৫ পয়সা/ বাংলা এসএমএস |
- সকল চার্জে ১০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য
- মোবাইল টু মোবাইল বাংলা এসএমএস এর রেট ২৫পয়সা (ভ্যাট, এসডি এবং এসসি ব্যতিত)। এই সকল এসএমএস এর অক্ষর গণনা নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে।
প্রয়োজনীয় তথ্য