প্রাইম কি?

প্রাইম নিয়ে এসেছে সহজ ও আকর্ষণীয় সব অফারের সাথে বিভিন্ন লাইফস্টাইল সুবিধা। মাত্র ৩০০ টাকার সিমের সাথে আপনি পাচ্ছেন ১০০ টাকার ক্রেডিট লিমিট সেরা কল রেটে, কোনো শর্ত ছাড়াই। একই সাথে পাচ্ছেন ৩০ দিন মেয়াদের সাথে ফার্স্ট রিচার্জ অফার।

অফারের বিস্তারিত:

  • ট্যারিফ: ১.২০ টাকা /প্রতি মিনিট (যেকোনো লোকাল অপারেটর)
  • ৩০ পয়সা/এসএমএস
  • ১ সেকেন্ড পাল্স
  • 19 অক্টোবর'23 থেকে সক্রিয় হওয়া প্রাইম নতুন সিম MyGP অ্যাপ থেকে 27 টাকা রিচার্জে 7 দিনের জন্য 2.5 GB (1.25GB+1.25GB বোনাস) উপভোগ করবে টানা 9 মাস (অ্যাক্টিভেশন মাস+8)। অথবা অন্য চ্যানেল থেকে গ্রাহক 27 টাকা রিচার্জে 7 দিনের জন্য 1.25GB পাবেন। গ্রাহকরা *121*1111# ডায়াল করে তার মাসিক অবশিষ্ট বিকল্প কোটা চেক করতে পারেন
  • প্রাইম নতুন গ্রাহক 47 টাকা রিচার্জ করলে গ্রাহক পাবেন 30 মিনিট লোকাল, 2 জিবি (বোনাস সহ); সেই সাথে গ্রাহক 30 দিনের জন্য 1 পয়শা/সেকেন্ড (স্থানীয়) কলরেট উপভোগ করবেন। এটি নতুন গ্রাহকের জন্য জীবনে একবারের জন্য প্রযোজ্য।

প্রাইম অ্যাভেইল করতে যেকোনো গ্রামীণফোন টাচ পয়েন্টে চলে আসলেই হবে। এছাড়া, আপনি GP অনলাইন শপ থেকে অনলাইনে নিতে পারেন অথবা MyGP অ্যাপ থেকে প্রিপেইড টু পোস্টপেইডে মাইগ্রেশন করুন।

grameenphone